Be a Trainer! Share your knowledge.
Home » featured » এক নজরে দেখে নিন ট্রিকবিডি০৬ সমস্ত পোস্ট করার নিয়মাবলি।

Subscribe Our Youtube Channel!

এক নজরে দেখে নিন ট্রিকবিডি০৬ সমস্ত পোস্ট করার নিয়মাবলি।

Open With TrickBD06

আসসালামুআলাইকুম।

সুপ্রিয় ট্রিকবিডি০৬ অথর, ট্রিকবিডি০৬ এ আপনাকে স্বাগতম। আজকের এই পোষ্টে আমি আপনাদের ট্রিকবিডি০৬ এর কিছু নিয়মাবলি সম্পর্কে আলোচনা করব যা একজন অথর হিসেবে আমাদের সকলেরই জানা আবশ্যক। আগেই বলে রাখি, সবাই সম্পূর্ণ পোষ্ট পড়বেন ও আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাবেন। TrickBD06 তে পোস্ট করার নিয়মঃ
  • হোমপেজ থেকে New Post এ ক্লিক করুন। Enter title here এ আপনার পোস্টের টাইটেলটি লিখুন। Content এ আপনার পোস্টের বিস্তারিত অংশ লিখুন। স্ক্রিনশট অ্যাড করার জন্য add screenshot এ ক্লিক করে ফটো আপলোড করুন। আপলোড হলে একটি কোড পাবেন। আপনার পোস্টে যে লাইনের পর স্ক্রিনশট দিতে চান সে লাইনের পর কোডটি বসিয়ে দিন। যদি ছবি আপলোড করতে সমস্যা হয় বা ছবি বড় আকারের আসে বা কোড পেতে সমস্যা হয় তবে অন্য ব্রাউজার থেকে চেষ্টা করুন। স্ক্রিনশট আপলোডের ক্ষেত্রে ব্রাউজারে নতুন ট্যাব খুলুন। এতে সুবিধা হবে। পোস্টকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য BB Codes যুক্ত করতে পারেন। এবার নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। অবশ্যই পোস্টের সাথে সম্পর্কযুক্ত ক্যাটাগরি হতে হবে। TrickBD06 Notice ও Hot Post এ অ্যাডমিন ছাড়া কেউ পোস্ট করবেন না। পোস্ট করলে সাইট থেকে ব্যান করা হবে। Tags এ আপনার পোস্টের সাথে সম্পর্কযুক্ত কিছু Keyword লিখুন। এতে Search Engine আপনার পোস্টটি অতি সহজে খুঁজে বের করতে পারবে। এবার সাবমিট পোস্টে ক্লিক করুন। এবার নতুন পেজ আসবে থাম্বনেল আপলোড করতে বলবে। অর্থাৎ পোস্টের সাথে সম্পর্কযুক্ত ছবি আপলোড করে সাবমিটে ক্লিক করুন। আরেকটি নতুন পেজ আসবে Confirm Thumbnail এ ক্লিক করুন। ব্যাস পোস্ট হয়ে গেছে। উইজবিডির কিছু নিয়মাবলিঃ ১. কপি পোস্ট করা যাবে না। ২. কোন রকম Adult content সাইটে পাবলিশ করা হবে না। ৩. পোস্টে সর্বনিম্ন ১৫ টি শব্দ থাকতে হবে এবং শুদ্ধ বাংলা ভাষায় পোস্ট লিখতে হবে। সাধু এবং চলিত ভাষা মিশিয়ে পোস্ট লেখা যাবে না। ৪. নিজের ভাষায় পোস্ট বা কমেন্ট করতে হবে। কোনো রাজনৈতিক দল বা ধর্মকে হেয় করে কথা বলা যাবে না। ৫. একই পোস্ট একাধিকবার করা যাবে না। ৬. কমেন্টে কেও পোস্ট বিষয়ে কিছু জানতে চাইলে তাকে ইনবক্সে আসতে বলা যাবে না। যাতে অন্যরা শিখতে পারে তাই সেখানেই কথা বলতে হবে। ৭. আর্নিং বিষয়ক পােস্ট হলে অবশ্যই পেমেন্ট প্রুফ দেখাতে হবে। ৮. অনেকেই বিভিন্ন আর্নিং অ্যাপ শেয়ার করে থাকেন বা বিভিন্ন আর্নিং সাইট। যার জন্য অনেকেই বিভিন্ন রেফার কোড দিয়ে থাকেন। উইজবিডির রুলস অনুযায়ী আপনি শুধু লিংক এর মাধ্যমে রেফার কোড দিতে পারবেন (সাথে নো রেফার লিংক সহ দিতে হবে) অন্য কোন রেফার কোড দিতে পারবেন না বা সম্পূর্ণ নিষেধ। ৯. পোস্টে Ad যুক্ত Link (URL) দেওয়া যাবে না। ১০. কমেন্টে শুধু মন্তব্য প্রকাশ করতে পারবেন। কমেন্ট এরিয়াতে অথরশীপ রি-ইনাবল ইত্যাদি বিষয়ে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। উপরে দেখানো নিয়মগুলি প্রতিটি অথরকে মেনে চলতে হবে। এক্ষেত্রে কেও নিয়ম ভঙ্গ করলে তাকে প্রাথমিকভাবে Notice করা হবে। পরবর্তীতে ভুল সংশোধন না করলে তার উইজার্ডশিপ সাসপেন্ড করা হবে। তাই আশা করি সবাই এই নিয়মগুলি সঠিকভাবে মেনে চলতে পারবো।
  • 2020 ago [03-03-20 (07:44)]

    About Author

    admin
    author

    Share post:
    Wilibn.com ad

    No responses to এক নজরে দেখে নিন ট্রিকবিডি০৬ সমস্ত পোস্ট করার নিয়মাবলি।

      Be first Make a comment.

    Leave a Reply

    You must be logged in to post a comment.
    ©All copyright reserved 2019-2021.
    HTML hit counter - Quick-counter.net